অস্ট্রেলিয়ান ওপেন
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ।
Published : 15 Jan 2025, 08:20 PM
রেকর্ড ভাঙা গড়ার খেলায় আরেকটি রেকর্ড গড়েছেন নোভাক জোকোভিচ। রজার ফেদেরারকে পেছনে ফেলে উন্মুক্ত যুগে গ্র্যান্ড স্ল্যামের এককে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড একার করে নিয়েছেন সার্বিয়ান তারকা। একই সঙ্গে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে।
মেলবোর্ন পার্কে বুধবার পর্তুগালের জাইমি ফারিয়ার বিপক্ষে ৬-১, ৬-৭ (৪-৭), ৬-৩, ৬-২ গেমে জেতেন পুরুষ এককে রেকর্ড ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী।
গ্র্যান্ড স্ল্যামে জোকোভিচের ৪৩০তম ম্যাচ এটি। ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইস তারকা ফেদেরার মেজরে নিজের ৪২৯ ম্যাচের শেষটি খেলেন ২০২১ সালের উইম্বলডনে।
এই দুজন ছাড়া নারী-পুরুষ মিলিয়ে গ্র্যান্ড স্লামে চারশ ম্যাচ খেলেছেন আর কেবল সেরেনা উইলিয়ামস (৪২৩)।
আরেকটি রেকর্ড গড়তে পেরে উচ্ছ্বসিত ৩৭ বছর বয়সী জোকোভিচ।
“এই খেলাটিকে আমি ভালোবাসি, ভালোবাসি প্রতিদ্বন্দ্বিতাও। যখনই খেলতে নামি, চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার। ২০ বছরের বেশি সময় ধরে আমি সর্বোচ্চ স্তরে গ্র্যান্ড স্ল্যামে খেলছি। হারি কিংবা জিতি, আমি কোর্টে হৃদয় নিংড়েই খেলি। আরেকটি রেকর্ড গড়তে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”
গ্র্যান্ড স্ল্যামে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড আগে থেকেই জোকোভিচের। এবারের জয়ে সংখ্যাটা হলো ৩৭৮। ৩৬৯ ম্যাচ জিতে দুইয়ে আছেন ফেদেরার, ৩১৪ ম্যাচ জিতে তিনে আরেক কিংবদন্তি রাফায়েল নাদাল।
এই জয়ে বয়স ৩০ ছাড়ানোর পর প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের এককে ১৫০ জয়ের কীর্তিও গড়লেন জোকোভিচ।
অস্ট্রেলিয়ান ওপেনে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডধারী জোকোভিচ এবার ১১তম ট্রফির অভিযানে নেমেছেন। এখানে জিতলে মার্গারেট কোর্টকে ছাড়িয়ে টেনিস ইতিহাসে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড একার করে নেবেন তিনি।
জোকোভিচের রেকর্ডের দিনে অঘটনের শিকার হয়েছেন মেয়েদের এককে গতবারের রানার্সআপ চীনের জং চিংওয়ান। তাকে ৭-৬ (৭-৩), ৬-৩ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন জার্মানির লরা সিগমুন্ড।