চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত থাকলেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর নিজের ভবিষ্যৎ অজানা রেয়াল মাদ্রিদ কোচের।
Published : 17 Apr 2025, 09:38 AM
গত কিছুদিন ধরেই যে প্রশ্নগুলির ঢাক গুড়গুড় চলছিল, এবার তা উচ্চকিতই। চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য যে কোনো ফলাফল যে দলের জন্য ব্যর্থতা, সেই দল কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে গেলে কোচের চাকরি নিয়ে প্রশ্ন তো উঠবেই। প্রশ্নটি উঠেও যাচ্ছে। কার্লো আনচেলত্তি বলছেন, ভবিষ্যৎ অজানা তার নিজের কাছেও। তবে বিদায় নিতে হলে ক্লাবের প্রতি কেবল কৃতজ্ঞতাই থাকবে রেয়াল মাদ্রিদ কোচের।
দুই লেগ মিলিয়ে আর্সেনালের কাছে বিধ্বস্ত হয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছে রেয়াল মাদ্রিদ। আর্সেনালের মাঠে ৩-০ গোলে হেরে আসা বর্তমান চ্যাম্পিয়নরা ঘরের মাঠে বুধবার হেরে গেছে ২-১ গোলে।
চলতি মৌসুমে এখনও দুটি ট্রফির হাতছানি অবশ্য আছে রেয়ালের সামনে। লা লিগায় তারা দুই নম্বরে আছে বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পেছনে থেকে। তবে এখানেও একসময় আনচেলত্তির দল এগিয়ে ছিল ১০ পয়েন্টে। একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে সেই অবস্থান খোয়াতে হয়েছে। কোপা দেল রের ফাইনালে অবশ্য উঠেছে তারা। তবে সেখানে প্রতিপক্ষ বার্সেলোনা, যাদের কাছে এই মৌসুমে দুই দফায় নাস্তানাবুদ হতে হয়েছে এর মধ্যেই।
চ্যাম্পিয়ন্স লিগে হতশ্রী পারফরম্যান্সের পর তাই আনচেলত্তিকে নিয়ে সরাসরিই প্রশ্ন উঠে যাচ্ছে। যদিও তার চাকরির মেয়াদ আগামী মৌসুম পর্যন্ত, তবে কোচদের জন্য কাগুজে মেয়াদের মূল্য আছে সামান্যই। আর্সেনালের কাছে দ্বিতীয় লেগে হারার পর রেয়াল কোচের কাছে সরাসরিই প্রশ্ন হলো, চ্যাম্পিয়ন্স লিগে এটিই তার শেষ ম্যাচ হতে পারে কি না। ৬৫ বছর বয়সী কোচ জোর দিয়ে জবাব দিতে পারলেন না।
“আমি জানি না… এবং জানতে চাইও না। এই মুহূর্তে আসলে এসব নিয়ে কথা বলতে পারি না।”
“এমনও হতে পারে, ক্লাব ভাবতে পারে পরিবর্তন আনার কথা। সেটা এই বছর হতে পারে বা আগামী বছর আমার চুক্তি শেষেও হতে পারে। কোনো সমস্যা নেই। যেদিন এখানে আমার পথচলার শেষ হবে, একটি ব্যাপারই করতে পারি, সেটা হলো ক্লাবকে ধন্যবাদ জানানো, সেই দিনটি কালকে হতে পারে, মাসখানেকের মধ্যে হতে পারে কিংবা এক বছরের মধ্যে।”
এই মৌসুমে প্রত্যাশা পূরণ না হলে পদত্যাগ করার কথাও কিছু ভাবেননি বলে জানালেন আনচেলত্তি।
রেয়াল মাদ্রিদে প্রথম দফার দায়িত্বে ২০১৩-১৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন আনচেলত্তি। এরপর এই দফার দায়িত্বে জিতেছেন দুটি লা লিগা, আরও দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি উয়েফা সুপার কাপ, একটি করে স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ।