কম্পাস আসলে ছোট একটি চুম্বক। আর এটি কাজ করে কারণ পৃথিবীও বিশাল আরেকটি চুম্বকের মতো আচরণ করে।
Published : 12 May 2024, 05:11 PM
প্রযুক্তির এ যুগে, দিক হারিয়ে ফেলা বেশ কঠিন কাজ। প্রায় প্রতিটি স্মার্টফোনেই আছে ম্যাপস, ডিজিটাল কম্পাস। তবে, একটা সময় ছিল যখন মানুষের যাত্রা পথের অনেকটাই নির্ভর করতো দিক নির্দেশনার ওপরে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ না জানলেই, হারিয়ে যেত পথ। আর এ বিপদ থেকে বাঁচার উপায় এবং দিক নির্দেশনার ভীত ছিল কম্পাস।
কিন্তু এসব নির্দেশনার মানে আসলে কী? ‘উত্তর’ দিকটি দেখায় পৃথিবীর উত্তর মেরু থেকে কারও অবস্থান ঠিক কোথায়। নক্ষত্র ও নক্ষত্রপুঞ্জ দেখে উত্তর দিক খুঁজে পাওয়া সম্ভব। এ ছাড়া, একটি কম্পাস দিয়েও সেটি খুঁজে পাওয়া যায়। পৃথিবীর যে কোনো (মানে হচ্ছে, প্রায় সব) জায়গা থেকে একটি কম্পাস সবসময় উত্তর দিকে নির্দেশ করবে। এবং একবার উত্তর খুঁজে পেলে দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকও বের করে নেওয়া যাবে।
কেন একটি কম্পাস উত্তর দিকেই নির্দেশ করে? কারণ, কম্পাস আসলে ছোট একটি চুম্বক। আর পৃথিবীও বিশাল আরেকটি চুম্বকের মতো আচরণ করে। পৃথিবীর পৃষ্ঠের গভীরে, পৃথিবীর কোর বা মূল অংশে প্রচুর লোহা ও নিকেল রয়েছে। কোরের বাইরের অংশ হল তরল ধাতু যা ভেতরের শক্ত ও কঠিন কোরের চারপাশে ঘোরে। এ গতিই পৃথিবীর চারপাশে একটি চুম্বক ক্ষেত্র তৈরি করে। সব চুম্বকের মতো, পৃথিবীরও দুটি মেরু রয়েছে। পৃথিবীর চুম্বকের মতো আচরণের ফলেই একটি কম্পাস সবসময় উত্তর মেরুর দিকে নির্দেশ করে।
কম্পাস তৈরিতে যা যা লাগবে
পৃথিবীর চুম্বক ক্ষেত্রের সঙ্গে মিলে একটি কম্পাসের চুম্বকও উত্তর দিকে নির্দেশ করে। যে ধাতু দিয়ে চুম্বক তৈরি করা যায়, সেটি দিয়েই কম্পাস তৈরি করা যাবে বলে লিখেছে উইকিহাও। সেলাইয়ের সুই এ ক্ষেত্রে ভালো পছন্দ হতে পারে। সুইয়ের পাশাপাশি আরও কিছু জিনিস প্রয়োজন হবে।
১. একটি চুম্বক লাগবে যা দিয়ে সুইটিকে চুম্বকে পরিণত করা যাবে।
২. কম্পাসের বেইজ তৈরি করার জন্য একটি ফোম প্রয়োজন হবে।
৩. ছোট এক বাটি পানি। পানিতে কম্পাসটি ভাসিয়ে দিলে পৃথিবীর চুম্বক ক্ষেত্রের সঙ্গে সেটি মিলে যেতে সাহায্য করবে।
যেভাবে তৈরি করবেন
১. প্রথমেই সুইটি দিয়ে একটি চুম্বক বানাতে হবে। এটি করার জন্য চুম্বকের ওপরে সুইটি ঘষুন। সুইটি অবশ্যই একই দিকে অন্তত ৫০ বার ঘষতে হবে।
২. সুইটি ফোমের সঙ্গে লাগিয়ে নিন। এটিকে অনুভূমিকভাবে প্রবেশ করান যেন সুইটি একপাশ থেকে ছিদ্র করে অন্যদিক থেকে বেরিয়ে আসে। নিশ্চিত করুন যেন ফোমের দুই পাশে সুইয়ের সমান অংশ থাকে।
যদি সুইটি ফোম ভেদ না করে, সেক্ষেত্রে কেবল ফোমের ওপরে রেখে দিলেও কাজ করবে। যদি ফোম না থাকে সেক্ষেত্রে অন্য কোনো হালকা বস্তু ব্যবহার করতে পারেন যেটি পানিতে ভাসে, যেমন গাছের পাতা।
৩. এবারে সুইসহ ফোমটি পানিতে ভাসিয়ে দিন। সুইটি উত্তর মেরুর দিকে ফেরার আগ পর্যন্ত এটি পানির ওপরে ঘুরতে থাকবে এবং উত্তরমুখী হয়ে থেমে যাবে।
তবে, যদি সুইটি নাড়াচাড়া না করে সেক্ষেত্রে সুইটি ফোম থেকে খুলে আবারও চুম্বকের সঙ্গে কিছুক্ষণ ঘষে নিন। তারপরে পুরো প্রক্রিয়াটি আবার চেষ্টা করুন।