ঈদুল আযহার কারণে ছুটি থাকায় টানা পাঁচদিন ভোমরা স্থল বন্দরে কোন আমদানি ও রপ্তানি হয়নি
Published : 02 Jul 2023, 01:37 PM
কোরবানির ঈদ উপলক্ষে পাঁচদিনের ছুটি কাটিয়ে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রপ্তানি। আর প্রথম চালানেই ভারত থেকে এসেছে কাঁচামরিচ (কাঁচাঝাল) বোঝাই ছয়টি ট্রাক।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, রোববার বেলা ১১টায় স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর পর বেলা ১২টা পর্যন্ত ২১টি পাথর বোঝাই ট্রাক ও ৬টি কাঁচামরিচ (কাঁচাঝাল) বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।
তিনি জানান, ঈদুল আযহার কারণে ২৭ জুন থেকে শনিবার পর্যন্ত ভোমরা স্থলবন্দরে ছুটি ছিল। ফলে টানা পাঁচদিন বাংলাদেশ পারের ভোমরা স্থলবন্দরে কোন আমদানি ও রপ্তানি হয়নি। তেমনি ভারতের ঘোজাডাঙ্গা বন্দর থেকে আসেনি কোনো পণ্য।
ছুটি শেষে রোববার বেলা ১১টায় প্রথম পণ্য বোঝাই ট্রাক-লরি প্রবেশের পর থেকে ফের ভোমরা স্থলবন্দরে স্বাভাবিক আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয় বলে জানান তিনি।