পিপি জানান, ২০১৬ সালে ঘুমন্ত স্ত্রীর মুখে এসিড নিক্ষেপ করে পালিয়ে যান সাইফুল।
Published : 17 Oct 2023, 04:56 PM
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) জেবুন্নেছা জানান।
দণ্ডিত সাইফুল ইসলাম (৩৫) ওই উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতি গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে অতিরিক্ত পিপি জেবুন্নেছা বলেন , ২০১৬ সালের ১৬ নভেম্বর রাতে নিজের কক্ষে ঘুমন্ত স্ত্রীর মুখে এসিড নিক্ষেপ করে পালিয়ে যান সাইফুল।
এতে তার স্ত্রীর মুখ ঝলসে গেলে প্রথমে তাকে সিরাজগঞ্জ এবং পরে ঢাকায় চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে বেলকুচি থানায় মামলা করেন। বিচার কাজ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেয়।
রায়ে আদালত আসামি সাইফুলকে আমৃত্যু কারাদণ্ড এবং একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।