অচেতন অবস্থায় কারারক্ষীরা ওই হাজতিকে সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
Published : 31 Jul 2023, 06:06 PM
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতালটির পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
মৃত হাজতির নাম মো. মিজানুর রহমানের (৫৫)। তার কয়েদি নম্বর ২০৩৯/এ। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন তা এখনও জানাতে পারেনি পুলিশ।
দুই কারারক্ষীর বরাত দিয়ে বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারাগারে ওই হাজতি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় কারারক্ষীরা সোমবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।পরীক্ষা-নিরীক্ষার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদেন্তর জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।