পাবনা থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল।
Published : 20 Oct 2023, 07:08 PM
পাবনা সদরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুই জনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া বীজ গোডাউনের সামনে এ ঘটনা ঘটে বলে পাকশী হাইওয়ে থানার এসআই বেলাল হোসেন জানান।
নিহত রিফাত আল সিফাত (২১) সুজানগর উপজেলার জুনারামচন্দ্রপুর এলাকার কামরুজ্জামানের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। অপর নিহত রুবায়েত হাসান নোমান (২২) চাটমোহর উপজেলার মহেলা এলাকার মঞ্জু মাস্টারের ছেলে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি; তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
এসআই বেলাল বলেন, পাবনা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে রাজশাহী থেকে ছেড়ে আসা রাব্বি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সিফাত ও নোমানকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]