এক মাসের মধ্যে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে আদালত।
Published : 16 Jul 2023, 11:03 PM
মাদারীপুরের শিবচর উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে থানায় আটকে নির্যাতনের অভিযোগে এসআইয়ের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
রোববার জেলার জ্যেষ্ঠ নির্বাহী হাকিম আদালতের বিচারক অভিজিৎ চৌধুরী মামলা আমলে নিয়ে এক মাসের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আদালতে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন বলে বাদীর আইনজীবী জামাল হোসেন জানান।
মামলার বাদী আকমান মাদবর (৬০) উপজেলার বহেরাতলা ইউনিয়নের সরকারেরচর গ্রামের বাসিন্দা।
শিবচর থানার এসআই নূর মোহাম্মদকে ওই মামলার আসামি করা হয়।
মামলার বরাত দিয়ে আইনজীবী জামাল হোসেন বলেন, ৯ জুলাই রাত সাড়ে ১১টায় আকমান মাদবরকে একটি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করে এসআই নূর মোহম্মাদের নেতৃত্বে দল।
“এরপর আকমানকে থানা ভবনের দোতলার একটি রুমে আটকে রেখে রাতভর নির্যাতন করা হয়। এ সময় আকমানের বাম হাত ভেঙে যায়। পরে মাদারীপুরের আদালত থেকে জামিনে বেরিয়ে মামলা করেন আকমান।”
আকমান মাদবর বলেন, “আমাকে একটি মিথ্যা পাট কাটা মামলায় গ্রেপ্তার করে নিয়ে নির্যাতন করা হয়। এসআই নূর মোহাম্মদ তার থুথু এবং প্রস্রাব আমাকে খেতে বাধ্য করেছেন। ছোট একটি বেঞ্চের নিচে মাথা ঢুকিয়ে বেদম পিটিয়েছেন।
“এতে আমার বাম হাত ভেঙে যায়। আমি কোনো দোষ করলে আদালত আমার বিচার করতে পারে। কিন্তু পুলিশ অফিসার যেভাবে আমাকে মেরেছে তা অন্যায়। আমি এই অন্যায়কারীর শাস্তি চাই।”
অভিযোগ অস্বীকার করে এসআই নূর মোহাম্মদ বলেন, “ঘটনাটি ৯ জুলায়ের; এতদিন পর কেন অভিযোগ এসেছে! ওই আসামিকে থানায় কোনো মারধর করা হয়নি। তিনি মিথ্যা অভিযোগ করেছেন।”