“ওই দুই নেতা ১৪ অগাস্ট তাদের ফেইসবুক আইডি থেকে সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন।”
Published : 20 Aug 2023, 09:25 PM
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেইসবুকে পোস্ট দেওয়ায় পিরোজপুরের নাজিরপুরে দুই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস ও সাধারণ সম্পাদক শেখ মো. আল-আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন- উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুম্মান হোসেন এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
তাদের অব্যাহতির বিজ্ঞপ্তিতে দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ উল্লেখ না করে বলা হয়েছে, “সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকায় তাদের সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হল।”
অবশ্য রোববার নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস সাংবাদিকদের বলেন, “ওই দুই নেতা ১৪ অগাস্ট তাদের নিজস্ব ফেইসবুক আইডি থেকে সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন।”
১৯৭১ সালে পিরোজপুরের পারেরহাটে নৃশংসতার সঙ্গে জড়িত সাঈদী মারা যান গত ১৪ অগাস্ট। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের এই দোসরের মৃত্যুতে তার দল জামায়াত ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা তাৎক্ষণিক শোক জানাতে থাকেন।
ছাত্রলীগের পদধারী বহু নেতাও শোক প্রকাশ করলে সংগঠনের মধ্যেই প্রশ্ন উঠে। সমালোচনার মুখে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের অব্যাহতি ও সাময়িক বহিষ্কার করা হয়।