পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক আইনজীবী নিহত হয়েছেন।
সোমবার ভোরে মঠবাড়িয়ার-তুষখালী সড়কের খানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার।
নিহত অবিনাশ চন্দ্র মিত্র (৬৫) মঠবাড়িয়ার আঙ্গুলকাটা গ্রামের প্রয়াত উপন্দ্রেনাথ মিত্রের ছেলে। তিনি উপজেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি কামরুজ্জামান তালুকদার জানান, অবিনাশ মিত্র ও তার স্ত্রী গাজীপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তার ছেলের সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলে। সেখান থেকে ইমা পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন তারা। সোমবার ভোরে মঠবাড়িয়া-তুষখালী সড়কের খানবাড়ি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
ওসি আরও জানান, এত ঘটনাস্থলেই আইনজীবী অবিনাশ মিত্র মারা যান। এ ছাড়া বাসের ১০/১২ যাত্রী আহত হয়েছেন। তাদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি কামরুজ্জামান।