শরীয়তপুরে ‘খাদ্যে বিষক্রিয়ায়’ ২ শিশুর মৃত্যু

ফ্রিজের খাবার গরম করে খাওয়ার পর অসুস্থ হন তারা।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2022, 06:28 PM
Updated : 17 August 2022, 06:28 PM

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ‘খাদ্যে বিষক্রিয়ায়’ দুই শিশুর মৃত্যু হয়েছে; অসুস্থ হয়েছেন আরও দুইজন।

মৃত শিশুরা হল উপজেলার মুলাই বেপারীকান্দি গ্রামের শওকত দেওয়ানের ছেলে সৌরভ (৮) ও মেয়ে খাদিজা (৭)।

শিশুদের মা আইরিছ বেগম বলেন, তিনি শিশুদের চাচির ফ্রিজে খাবার রেখেছিলেন। মঙ্গলবার সকালে সেই খাবার গরম করে চাচিসহ কয়েকজন খান। কিছুক্ষণ পর চাচিসহ কয়েকজন অসুস্থ হন। অবস্থার অবনতি হলে তাদের জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। আরও অবনতি হলে রাতে ঢাকা নেওয়ার পথে সৌরভ ও খাদিজা মারা যায়।

তাছাড়া সাথী আক্তার (১৪) নামে নিহতদের আরেক বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান মা আইরিছ বেগম।

আর চাচিকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান সেখানকার চিকিৎসক সাকিল আহমেদ।

সাকিল বলেন, “খাবারে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

পুলিশ খবর পেয়েছে। তবে থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।