উত্তরাঞ্চলের সবচেয়ে বড় সবজির হাট বগুড়ার মহাস্থান বাজার। প্রতিদিন ভোরে আশপাশের গ্রাম থেকে গাড়িভরে সবজি নিয়ে এই পাইকারি হাটে আসেন চাষিরা। চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই হাট থেকে রাজধানী, চট্টগ্রামসহ সারা দেশে ৫০ থেকে ৬০টি ট্রাক সবজি যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত শীত মৌসুমে জেলায় ২৪ হাজার হেক্টর জমিতে পাঁচ লাখ টনের বেশি সবজি উৎপাদিত হয়েছে। এই পাইকারি বাজার থেকে প্রতিনিয়ত সবজি না গেলে অনেক বাজারেই সবজির ঘাটতি দেখা দেয়; যার ফলে দাম বেড়ে যায়।