আগুন লাগার কারণ জানাতে পারেননি শাবির প্রক্টর।
Published : 26 Feb 2023, 09:59 PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুনে টিলার ৪/৫ শতকের মত জায়গায় থাকা কিছু ফলদ উদ্ভিদের ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যায়ের বঙ্গবন্ধু হলের পেছনের টিলায় এ ঘটনা ঘটে বলে জানান শাবির প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।
গত ২০ জানুয়ারি ওই টিলার পাশের অংশে আগুনে বেশ কিছু জায়গা পুড়ে ছাই হয়েছিল বলে শিক্ষার্থীরা জানান। সেই আগুন লাগার কারণও জানা যায়নি।
শিক্ষার্থীরা জানান, রোববার বিকালে টিলায় হঠাৎ আগুন দেখে মুজতবা আলী হল ও বঙ্গবন্ধু হলের ১৫/২০ নিরাপত্তাকর্মী গিয়ে তা নেভান। এতে টিলার কিছু ফলদ উদ্ভিদের ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ছাড়া গাছগুলোর নিচের ঘাস পুড়ে ছাই হয়ে যায়।
প্রক্টর কামরু্জ্জামান চৌধুরী বলেন, ঘটনা শুনে প্রক্টরিয়াল বডি সেখানে যায়। কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। কিছু উদ্ভিদ পুড়লেও তেমন ক্ষয়-ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতরা সাধারণত সেখানে যায় বলে জেনেছি। তাদের মধ্য থেকে কেউ আগুন লাগাতে পারে। এ বিষয়ে আমরা খোঁজ নিয়ে দেখব।”