‘কথা কাটাকাটির’ জেরে টেকনাফে জেলে নিহত

মাছ ধরতে না যাওয়ায় নৌকার মালিকসহ কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়; পরে এ ঘটনা ঘটে।

টেকনাফ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2022, 08:15 AM
Updated : 29 Sept 2022, 08:15 AM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘কথা কাটাকাটির’ জেরে ছুরিকাঘাতে এক জেলের মৃত্যু হয়েছে।

উপজেলার সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহপরীর দ্বীপ ডাঙ্গার পাড়া এলাকায় বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ২৫ বছর বয়সী মো. ইসমাঈল ওই এলাকার রশিদ আহমদ ছেলে বলে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ তারেক জানান।

নিহতের বাবা রশিদ আহমদ বলেন, শাহপরীর দ্বীপ ডাঙ্গার পাড়া এলাকার সোনা আলীর ছেলে মোহাম্মদ নুরুর মালিকানাধীন নৌকার জেলে ছিলো ইসমাঈল। বুধবার বিকালে নৌকা নিয়ে মাছ ধরতে না যাওয়াকে কেন্দ্র করে নৌকার মালিক মোহাম্মদ নুরু, তার ভাই মনজুর ,ভাগিনা ওমর ফারুকসহ ৭-৮ জনের সঙ্গে ইসমাঈলের কথা কাটাকাটি হয়।

“রাতে বাজার থেকে বাড়ি যাওযার পথে ইসমাঈলকে পেছন থেকে ছুরিকাঘাত করে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।”

তিনি বলেন, ইসমাঈলকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে ইসমাঈল মারা যায়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মো. আবু সাঈদ বলেন, “ইসমাঈলকে রাতে যখন হাসপাতালে আনা হয় তার অবস্থা আশঙ্কাজনক ছিলো। ওই সময় তিনি রক্ত বমি করছিলেন। আর পিঠে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে।“

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় রাতেই একই এলাকার জালাল আহমদের ছেলে রশিদ উল্লাহকে আটক করেছ পুলিশ। আর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।