‘ভারত থেকে আনা’ ১৩ লাখ টাকা উদ্ধার, যুবক আটক

এক ভারতীয় নাগরিকের পাঠানো এ টাকা জীবননগর বাজারে এক ব্যক্তির কাছে পৌঁছানোর কথা ছিল বলে বিজিবি জানিয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2023, 02:57 PM
Updated : 26 Jan 2023, 02:57 PM

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে এক ব্যক্তি আটক হয়েছেন ১৩ লাখ টাকাসহ, যেগুলো ভারত থেকে আনা হয় বলে বিজিবি জানিয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয় বলে বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা  জানান।

আনুমানিক ৩৫/৪০ বছর বয়সী আটক যুবকের নাম রাজন আহমেদ। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মাসুদ পারভেজ রানা জানান, তারা গোপন সূত্রে ভারত থেকে মোটা অংকের টাকা মাধবখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার খবর পান। এরপর সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়।

তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তারা দেখতে পান এক ব্যক্তি ৭৫-৩ এস সীমান্ত পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। জিজিবির টহল দলকে দেখে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে জিরো লাইন থেকে ৩০০ গজ বাংলাদেশের ভিতর থেকে ধরে ফেলেন।

“তার দেহ তল্লাশি করে ১৩ লাখ বাংলাদেশি টাকার নোট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, সীমান্তের ওপারের এক ভারতীয় নাগরিক তাকে এ টাকা দিয়েছে। টাকাগুলো জীবননগর বাজারে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।”

এ ব্যাপারে জীবননগর থানায়  বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে বলে তিনি জানান।