২০১২ সালের এ ঘটনায় নিহতের চাচা বাদি হয়ে মামলা করেন।
মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।
রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন বলে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান।
দণ্ডপ্রাপ্ত মোসা. ফাহিমা (৩৫) আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকার শামসুল হক ওরফে বোবা সামছুর স্ত্রী। আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৫ নভেম্বর ওই এলাকার নিজের টিনশেডের ঘর থেকে ১২৪ বোতল ফেন্সিডিল ও ২৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার হন ফাহিমা।
পরে আসামির দেওয়া তথ্যে পুলিশ আরও পাঁচজনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে করা মামলায় ছয়জনকেই আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, রায়ে অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।