আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Published : 10 Apr 2024, 01:56 PM
নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২০ জনর আহত হয়েছেন।
বুধবার সকাল ১১টার দিকে নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের দূর্বাজুড়ি পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নড়াইল হাইওয়ে পুলিশের ওসি মো. শওকত হোসেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা লিটন পরিবহন ও কালনা থেকে ছেড়ে আসা বিকে পরিবহনের নামের লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
“ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লোকাল বিকে পরিবহন বাসের চালক জাফর হোসেন শেখকে (৪৫) মৃত ঘোষণা করেন।”
আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশের কর্মকর্তা শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।