সবাইকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে বলে জানান ছাত্রলীগ নেতারা।
Published : 20 Aug 2023, 10:38 PM
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেইসবুকে পোস্ট দেওয়ায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ ১৫ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার দীপঙ্কর কান্তি দে ও আশিকুর রহমান রিপন সাংবাদিকদের বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের এই নেতাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।
অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন- জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু তাহের নীরব, সজীবুল করিম সাদ্দাম, আকসার ইবনে আজিজ পাঠান, ধর্ম বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রুবেল, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক ফখরুল হাসান জেনিস, উপ-কৃষি বিষয়ক সম্পাদক মাহিন আহমেদ লোকমান, উপ-বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল, সহসম্পাদক রিফাতুল হাসান হৃদয়, সদস্য এম এ মোক্তাদীর, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিপলু আহমদ, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য কাশেম পারভেজ জয়, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোজাম্মিল হক, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা এবং একই উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার হাসান মুন্না।
১৯৭১ সালে পিরোজপুরের পারেরহাটে নৃশংসতার সঙ্গে জড়িত সাঈদী মারা যান গত ১৪ অগাস্ট। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের এই দোসরের মৃত্যুতে তার দল জামায়াত ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা তাৎক্ষণিক শোক জানাতে থাকেন।
ছাত্রলীগের পদধারী বহু নেতাও শোক প্রকাশ করলে সংগঠনের মধ্যেই প্রশ্ন উঠে। সমালোচনার মুখে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের অব্যাহতি ও সাময়িক বহিষ্কার করা হয়।