চার প্রক্রিয়া ঠিক করেই দেশে নির্বাচন হবে: আব্দুল আউয়াল মিন্টু

“কোনোভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন এই ভোট ডাকাত সরকার একা একা করতে পারবে না।”

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2023, 12:24 PM
Updated : 27 May 2023, 12:24 PM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারে অধীনে অনুষ্ঠানে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

শনিবার ঝালকাঠির বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর জেলা স্টেডিয়ামে ১০ দফা দাবিতে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি একথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, “মানুষ ভয় ছাড়া ভোট দিতে পারবে, কেন্দ্রগুলোয় কোনো ভীতি থাকবে না, ঠিকমত ভোট গণনা ও ঘোষণা হবে; এই চারটি প্রক্রিয়া নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ঠিক করে তারপরই এদেশে জাতীয় নির্বাচন হবে।

“আওয়ামী লীগ সরকার ভোট চোর নয়, ভোট ডাকাত। কোনোভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন এই ভোট ডাকাত সরকার একা একা করতে পারবে না। এই সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করা হবে।”

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেনের সভাপতিত্বে এ জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।

সকাল ১০টায় শুরু হওয়া জনসভা শেষ হয় দুপুর ২টায়। বিএনপি ও অঙ্গসংগঠনের দুই হাজারের বেশি নেতাকর্মী এতে অংশ নেন।