গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানান বগুড়া পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী।
Published : 06 Oct 2023, 07:08 PM
টানা বর্ষণ এবং উজানের ঢলে বাঙালি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বগুড়ায় চার উপজেলার ৯৯৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার সকালে ২৪ ঘণ্টায় জেলায় ৯৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং সারিয়াকান্দি পয়েন্টে বাঙালি নদীতে পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হুমায়ুন আহমেদ।
তিনি বলেন, এর আগে বৃহস্পতিবার সকালে জেলায় ১৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। তখন ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ ছিল ২৪১ হেক্টর এবং শুক্রবারে তা দাঁড়িয়েছে ৯৯৯ হেক্টরে।
বাঙালি নদীর পানি এবং বৃষ্টি অব্যাহতভাবে বাড়তে থাকলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সোনাতলা উপজেলার বাউলা, হুয়াকুয়া; সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা, ভেলাবাড়ী; ধুনট উপজেলার বিল চাপড়ী, নিমগাছি এবং শেরপুর উপজেলার শালপা, খানপুরে বৃষ্টি এবং নদীর পানিতে ফসলি জমি ডুবে গেছে।
ক্রমান্বয়ে পানি বৃদ্ধি এবং বৃষ্টির কারণে নতুন নতুন ফসলি জমি ডুবে যাওয়ার আশঙ্কায় চিন্তিত কৃষকরা।
সারিয়াকান্দির ভেলা বাড়ীর আলমগীর হোসেন জানান, তার তিন বিঘা জমির ধান ও এক বিঘা জমির মরিচ ক্ষেত এখন পানির নিচে।
ধুনটের নিমগাছির সেকেন্দার আলী বলেন, “দুই বিঘা জমির ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে।”
বগুড়া কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মাতলুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাঙালি নদীর পানি বৃদ্ধি এবং কয়েক দিনের বৃষ্টিতে চার উপজেলার ৯৯৯ হেক্টর জমির আমন ধান, মাষকলাই, মরিচ ও সবজি ক্ষেত তলিয়ে গেছে।”