নির্বাচন বানচালের যে তৎপরতা চলছে তা কোনোভাবেই সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, “বিএনপি নেতারা যে দেশি-বিদেশিদের চাপের কথা বলছেন, সেসব উপেক্ষা করেই সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য হানিফ বলেন, “কে কোথায় লুকিয়ে থেকে হুট করে উঠে এসে ভার্চুয়ালি কি বলল না বলল, ওসব নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই।”
গত ১৫ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, “কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটা উন্নত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের। আজ সেটি উদ্বোধনের মধ্য দিয়ে জেলাবাসীর সেই স্বপ্ন পূরণ হয়েছে। দেশকে উন্নয়নের রোল মডেল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
“সারা দেশের উন্নয়নের সারথি দেশের জনগণের জীবনযাত্রার মান বেড়েছে। সব বিবেচনায় দেশবাসী আবারও আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।”
আলোচনা সভায় আরও বক্তব্য দেন কুষ্টিয়া-১ (দৌলতপুর ) আসনের সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক মো. এহতেশাম রেজা, কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পের পরিচালক ডা. চৌধুরী সরোয়ার জাহান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি ডা. এস এম মুসতানজিদ লোটাস।
এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
পরে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে হাসপাতাল চত্বরে স্থাপিত উদ্বোধনী ফলক উন্মোচন করেন মাহবুব-উল আলম হানিফ।
২০১২ সালের ৩ মার্চ একনেক সভায় ২৭৫ কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পটি অনুমোদন পায়।
প্রকল্পটির নির্ধারিত নির্মাণকাল তিন বছর থাকলেও ১০ বছর পর নির্মাণকাজ শেষ হয়।