‘পরিবারে অশান্তি করায় পুলিশ সদস্যকে খুন’, ভাই গ্রেপ্তার

“সাদ্দাম মাদকাসক্ত হয়ে পড়েছিলেন; টাকার জন্য বাবা-মাকে কয়েক দফা মারধর করেন।”

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2023, 11:55 AM
Updated : 27 Feb 2023, 11:55 AM

ময়মনসিংহে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন হত্যা মামলায় তার ভাইসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার ভোররাতে ঢাকা ও মুক্তাগাছা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার বাঘেরকান্দা গ্রামের সাদ্দামের ভাই হাবিবুল করিম তপু এবং মুক্তাগাছা উপজেলার মৃত আব্দুস সালামের ছেলে আনোয়ারুল ইসলাম।

শনিবার বিকালে বাঘেরকান্দা এলাকার একটি মেহগনি বাগান থেকে সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

সাদ্দাম সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। কিছুদিন ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার এ ঘটনায় মামলা করেন।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ওসি বলেন, “সাদ্দাম মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। এ কারণে টাকার জন্য পরিবারের সদস্যদের অত্যাচার করার পাশাপাশি বাবা-মাকে কয়েক দফা মারধর করেন। পরিবারের একটি মোটরসাইকেল তিনি বন্ধক রেখে টাকা ধার নিয়েছেন।”

“সম্প্রতি একটি জমি বিক্রি করলে ওই টাকা দেওয়ার জন্য সাদ্দাম হোসেন তার বাবাকে চাপ সৃষ্টি করে আসছিলেন। এ নিয়ে পরিবারে অশান্তির সৃষ্টি হয়। তখন ঢাকা থেকে বাড়িতে আসেন সাদ্দামের ভাই হাবিবুল করিম তপু।”

ওসি বলেন, “শনিবার হাবিবুল তার ভাই সাদ্দাম হোসেনকে ডেকে মেহগনি বাগানে নিয়ে যান। এ সময় তার সঙ্গে আনোয়ারুল ছিলেন। সেখানে তাকে মাদক ছেড়ে চাকরিতে ফিরে যেতে অনুরোধ করেন। কিন্তু সাদ্দাম তাতে পাত্তা দেননি। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গলায় রশি দিয়ে শ্বাসরোধে সাদ্দামকে হত্যা করা হয়।”  

আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।