একই মামলায় আটজনকে খালাস দিয়েছে আদালত।
Published : 20 Nov 2023, 03:22 PM
পাবনা ঈশ্বরদী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি হত্যা মামলায় দুই ভাইসহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পাবনার বিশেষ জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের রাষ্ট্রপক্ষে আইনজীবী দেওয়ান মজনুল হক জানান।
রায়ে আটজনকে খালাস দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামিরা হলে- ঈশ্বরদী উপজেলার বাবুলচারা গ্রামের দুই ভাই জিয়া শাহ ও মজিবর শাহ, শাহজাহান শাহ, আতু শাহ, সেন্টু শাহ ও ইয়ারুল শাহ।
রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার নথির বরাত দিয়ে দেওয়ান মজনুল হক জানান, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর কৃষিজমি সংক্রান্ত বিরোধের জেরে ক্ষেতের মধ্যেই বাবুলচারা গ্রামের সিদ্দিকুর রহমান শাহের ছেলে সিকান্দার শাহকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের ভাই জিন্নাত শাহ ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। দুই আসামি মৃত্যু হওয়ায় ২০১১ সালের ৪ জানুয়ারি ১৪ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় আসে।
রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করলেও বিবাদীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন দাবি করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী কাজী সাইদুর রহমান।