Published : 03 Jul 2023, 11:22 AM
রাজশাহী নগরীর একটি পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে নগরীর ছোটবনগ্রাম খোরশেদের মোড় সংলগ্ন পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহ মখদুম থানার উপ-পুলিশ কমিশনার নূর আলম।
নিহত আট বছর বয়সী আনিকা নগরীর নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে।
উপ-পুলিশ কমিশনার নূর আলম জানান, ঈদ সেলামি দেওয়ার কথা বলে নির্জন জায়গায় নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, শনিবার সন্ধ্যা থেকে শিশুটিকে না পেয়ে রাতেই শিশুটির বাবা থানায় একটি জিডি করেন। এর পর পুলিশ শিশুটিকে উদ্ধারে তদন্তে নামে।
তদন্তে নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের ছেলে পলাশের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। তবে পলাশকে পাওয়া যাচ্ছিল না। এরপর অনিকাকে উদ্ধার ও পলাশকে ধরতে পুলিশের দুইটি টিম কাজ শুরু করে।
নূর আলম বলেন, সোমবার ভোর ৪টার দিকে নাটোরের একটি যাত্রী ছাউনি থেকে পলাশকে আটক করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ পুলিশকে জানায়, ঈদ সেলামি দেওয়ার কথা বলে শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে যায় পলাশ। পরে তাকে ধর্ষণ করে গলাটিপে হত্যা করে।
“সুযোগ বুঝে লাশ পুকুরে ফেলে পালিয়ে যায় সে। আর শিশুটির কাপড় একটি ঝোপে রেখে দেয়। এছাড়াও অনিকার কানের স্বর্ণের দুল খুলে নিয়ে যায় পলাশ।”
পরে পলাশকে নিয়ে শিশুটির লাশ উদ্ধারে অভিযানে নামে পুলিশ। সকালে নগরীর ছোটবনগ্রাম খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী পদক্ষেপ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান উপ-পুলিশ কমিশনার নূর আলম।