বুধবার বিকাল ৫টা থেকে কাপ্তাই হ্রদে স্বাভাবিকভাবে নৌযান চলাচল করতে পারবে বলে জানায় জেলা প্রশাসন।
Published : 25 Oct 2023, 09:44 PM
ঘূর্ণিঝড় ‘হামুন’ উপকূল অতিক্রম করায় রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌ চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
বুধবার বিকালে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার বিকালে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে অনির্দিষ্টকালের জন্য কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল ।
ওই বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক মোশাররফ হোসেন বলেন, “প্রবল ঘূর্ণিঝড় ‘হামুনের’ প্রভাবজনিত কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশনা প্রত্যাহার করা হলো।”
বুধবার বিকাল ৫টা থেকে কাপ্তাই হ্রদে স্বাভাবিকভাবে নৌযান চলাচল করতে পারবে বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার জারি করা বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় ‘হামুনের” কারণে বুধবার সকাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল প্রশাসন।
আরও পড়ুন: