মসজিদের তিনতলায় প্লাস্টারের করছিলেন। এ সময় বিদ্যুতের মেইন লাইন থেকে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
Published : 21 Feb 2024, 05:15 PM
ভোলার চরফ্যাশন উপজেলায় মসজিদের তিনতলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর নিচে পড়ে এক রাজমিস্ত্রীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার শরীফপাড়া এলাকার ইয়াকুব আলী জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে বলেচরফ্যাশন থানার ওসি শাখাওয়াত হোসেন জানিয়েছেন।
নিহত ইব্রাহিম (৩০) উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নান্নু মিয়ার ছেলে।
আহত ৩২ বছর বয়সী ভাস্কর একই ইউনিয়নের রাদে খাঁ মিয়ার ছেলে। তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “ইব্রাহিম ও ভাস্কর মসজিদের তিনতলায় মিনার প্লাস্টার করছিলেন। এ সময় বিদ্যুতের মেইন লাইন থেকে তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
“ইব্রাহিম তিনতলা থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
পরে স্থানীয়রা ভাস্করকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, ইব্রাহিমের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।