ঢাকার সাভারে একজন সরকারি কর্মকর্তা ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহত আবু বকর সিদ্দিক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত। তার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুরে। সাভারে তিনি এসেছেন লাইভস্টক অ্যাকাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণে অংশ নিতে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন আবু বকর। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, “উনার চিকিৎসা চলছে। এ ব্যাপারে আমরা তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।”
কটু মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি বলেছেন, ঘটনার সময় তিনি ওই এলাকাতেই ছিলেন।
“ওই লোক সাভারের দিক থেকে আসা গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন। তখন পাঁচজন ছিনতাইকারী তাকে আক্রমণ করে। ছুরি মেরে মোবাইল, টাকা-পয়সা সব নিয়ে চলে যায়।”
কটু মিয়া বলছেন, ছিনতাইকারীদের দেয়াল টপকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে পালিয়ে যেতে দেখেছেন তিনি।