ইশ্বরদীর ইপিজেডে কাজ করা প্রিয়া অটোভ্যানে বাড়ি ফিরছিলেন।
Published : 05 Aug 2023, 11:16 AM
নাটোরের বড়াইগ্রামে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোভ্যান থেকে নামিয়ে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মশিন্দা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক।
নিহত ২২ বছরের প্রিয়া খাতুন একই এলাকার শহিদুল ইসলামের মেয়ে। তিনি ঈশ্বরদীর ইপিজেডে কাজ করতেন। বিয়ে বিচ্ছেদের পর এক বছর বয়সী মেয়েকে নিয়ে তিনি তার বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি আবু সিদ্দিক জানান, শুক্রবার ইপিজেডে কাজ শেষে রাতে প্রিয়া বাসে করে কয়েন বাজারে এসে নামেন। সেখান থেকে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।
“পথে মশিন্দা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাকে ভ্যান থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে চলে যায়। পরে ভ্যানচালকের চিৎকারে স্থানীয়রা এসে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।”
ওসি আরও জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। ভ্যানচালককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।