বহিষ্কৃত ওই ছাত্রী পরিসংখ্যান বিভাগে পড়েন। তার বিরুদ্ধে অভিযোগ দেন ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী।
Published : 30 Jan 2024, 09:50 AM
ছাত্রীকে র্যাগিংয়ের অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধুরী জানান, সোমবার বিকালে উপাচার্য হাফিজা খাতুনের সভাপতিত্বে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।
বহিষ্কৃত ওই ছাত্রী পরিসংখ্যান বিভাগে পড়েন। তার বিরুদ্ধে অভিযোগ দেন ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী।
ঘটনাটি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটিকে পাঁচ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতেও বলা হয়েছে।
র্যাগিংয়ের শিকার ছাত্রী বিশ্ববিদ্যালয়ের পাশের একটি মেসে থাকেন। গত শনিবার রাতে মেসের জ্যেষ্ঠ ছাত্রীদের র্যাগিংয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান হাবিবুল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয়ে একটি র্যাগিং প্রতিরোধ কমিটি রয়েছে। ঘটনার পর থেকেই কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন।
“সেই সঙ্গে মেয়েটির খোঁজ-খবর রাখা হয়েছে। সে বর্তমানে অনেকটাই সুস্থ, হাসপাতাল থেকে মেসে ফিরেছে। এ ঘটনায় মেয়েটি প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে।”
প্রক্টর কামাল হোসেন বলেন, “বিশ্বদ্যালয় কর্তৃপক্ষ ও র্যাগিং প্রতিরোধ কমিটির কাছে মেয়েটি ঘটনার বর্ণনা দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে এক বৈঠকে পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]