প্রাণ এগ্রোর কভার্ড ভ্যানটি ঢাকা থেকে নাটোরের দিকে যাচ্ছিল বলে জানায় পুলিশ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গাজীপুরের টঙ্গী উপজেলায় মালবাহী পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান জানান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌনে ৯টার দিকে মার্কেটের সামনে একটি মালবাহী পিকআপ ভ্যানে আগুন দেয় কয়েকজন। পরে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও পিকআপ ভ্যানে থাকা কিছু ফয়েল পেপার ও চালকের আসন পুড়ে গেছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, আগুন নেভাতে গিয়ে পিকআপ ভ্যানের চালক আব্দুল বারেক সামান্য দগ্ধ হয়েছেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি মুস্তাফিজুর রহমান।