"একসঙ্গে অনেক কিছু করতে পারবেন, অনেক নাম কামাতে পারেন কিন্তু আপনাদের রাজত্ব আমরা মেনে নেইনি, নেবও না,” কারও নাম উল্লেখ না করে বলেন তিনি।
Published : 07 Jan 2023, 11:11 PM
নারায়ণগঞ্জের মানুষ অত্যাচার, অবিচার, অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
কারও নাম উল্লেখ না করে এসময় তিনি বলেন, “আমরা তো নারায়ণগঞ্জের প্রজা। রাজার রাজত্ব আমরা মেনে নিয়েছি। আমরা নিরীহ প্রজা মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠি, দুয়েকটা কথা বলার চেষ্টা করি। যেমন এইখানে দুয়েকজন বলে গেলেন।
"দুঃখ, কষ্ট যখন বিশাল আকারে হয়ে যায় তখন প্রতিবাদস্বরূপ কিছু বলে ফেলি। না হলে আপনাদের কর্তৃত্ব আর নেতৃত্ব মেনে নিয়েই নারায়ণগঞ্জের মানুষ চলছে।”
মেয়র আরও বলেন, “ভবিষ্যতে নারায়ণগঞ্জের রাজধানী কুমিল্লা হয়ে যায় কি না জানি না। নামও পরিবর্তন হয়ে যেতে পারে। নারায়ণগঞ্জের নাম পরিবর্তন করে ‘ওসমান নগরী’ হলে বোধহয় বেশি ভালো হত। এই যে এত অত্যাচার, অবিচার, অন্যায়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসীই আবার রুখে দাঁড়িয়েছে।
“কারণ দীর্ঘদিন যখন রাজা অত্যাচারী হয়ে উঠে তখন প্রজারাও শক্তিশালী হয়ে ওঠে। প্রজারা যে নারায়ণগঞ্জে শক্তিশালী হয়ে উঠেছে তা দেখেছেন।”
শনিবার সন্ধ্যায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে একটি সাপ্তাহিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ শহরের সড়কগুলোর ফুটপাত হকারদের দখলে- উল্লেখ করে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিটি মেয়র।
তিনি বলেন, “নারায়ণগঞ্জ হকারের নগরী। ২০১৮ সালের ১৬ জানুয়ারির কথা মনে আছে নিশ্চয়ই। সেদিন অনেকেই আহত হয়েছিলেন। সেদিন গুলি করা হয়েছিল, মারা যেতে নিয়েছিলাম। আমার কিছু অকুতোভয় কর্মী মানবঢাল তৈরি করে বাঁচিয়েছিল।
"অথচ এই ঘটনায় পুলিশ অস্ত্রধারী শাহ্ নিজামকে মামলা থেকে খালাস দিয়েছেন। এর বিরুদ্ধে আমরা আদালতে নারাজি দেব।”
গণমাধ্যমকর্মীদের এসব বিষয়ে লেখার অনুরোধ জানান সেলিনা হায়াৎ আইভী। তিনি ব্যবসায়ীদের ভয় না পাওয়ারও আহ্বান জানান।
মেয়র বলেন, “নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী শহর। আমরা আমাদের ঐতিহ্য, আমাদের নিজস্বতা নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা কোনো রাজার রাজত্ব মেনে নেব না। একসঙ্গে অনেক কিছু করতে পারবেন, অনেক নাম কামাতে পারেন কিন্তু আপনাদের রাজত্ব আমরা মেনে নেইনি, নেবও না।”
সাপ্তাহিক ‘বিষের বাঁশী’ পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পত্রিকাটির সম্পাদক সুভাষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি ও সাংবাদিক হালিম আজাদ, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, দৈনিক যুগের চিন্তা পত্রিকার সম্পাদক মোরসালিন বাবলা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান।