টেকনাফে ফসলি জমিতে এসব পণ্য মজুদ করা হয়েছিল বলে জানায় কোস্ট গার্ড।
Published : 10 Apr 2024, 09:22 PM
কক্সবাজারের টেকনাফে সাগরের উপকূল দিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমান খাদ্যপণ্য ও ওষুধ জব্দ করেছে কোস্ট গার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার ভোররাতে মেরিন ড্রাইভ সড়কের উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানান কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সুয়াইব বিকাশ।
তিনি বলেন, সাগরের উপকূলে বড় ডেইল এলাকায় ফসলি জমিতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান খাদ্যপণ্য ও ওষুধ মজুদের খবরে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়।
কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি পালিয়ে যায় বলে জানান সুয়াইব বিকাশ।
তিনি বলেন, ঘটনাস্থলে তল্লাশি করে ১৩০ লিটার সয়াবিন তেল, দুই হাজার ৩০৪ প্যাকেট বিস্কুট, ১৬ প্যাকেট সেমাই, আট প্যাকেট সুজি, ৮০০টি গ্যাস লাইটার, এক হাজার ২৮০টি ব্লেড, ১৬ কেজি তামাক পাতা, ২২ বস্তা পান এবং বিভিন্ন ধরণের দুই হাজার ৬৫২ পাতা ট্যাবলেট, ৪৯২ বোতল সিরাপ, ৪৪৩টি ক্রিম, ২৬টি ভ্যাকসিন ও ৬৩টি ইনজেকশন পাওয়া যায়।
জব্দ করা খাদ্যপণ্য ও ওষুধ টেকনাফের কাস্টমস কার্যালয়ে জমা করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
আরও পড়ুন: