পল্লী বিদ্যুতের দুই মিটার রিডার কামান্না গ্রামের বাড়িটিতে ভাড়া থাকতেন।
Published : 10 Nov 2023, 04:17 PM
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ভেজা কম্বল শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের দুই কর্মচারী মারা গেছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে কামান্না গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শৈলকূপা থানার ওসি ঠাকুর দাস মণ্ডল।
নিহতরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চরপাড়া গ্রামের রাজ্জাক সরদারের ছেলে আসাদ সরদার (৩০) ও মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামের শামিনুল হকের ছেলে এনামুল হক (২৮)।
তারা দু’জন শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের মিটার রিডার হিসাবে কর্মরত ছিলেন। কামান্না গ্রামের একটি বাড়িতে তারা ভাড়া থাকতেন।
পল্লী বিদ্যুৎ সমিতির হাটফাজিলপুর সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার কামরুজ্জামান জানান, শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়রা মিটার রিডার আসাদ আলী ও এনামুল হোসেনকে তাদের ভাড়া বাসার উঠানে পড়ে থাকতে দেখেন। আর তারে ভেজা কম্বল ঝুলছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পল্লী বিদ্যুতের জিএম মো. এমদাদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে উঠানে টাঙানো তারটি ঘরের বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। সকালে সেই তারে ভেজা কম্বল শুকাতে গিয়ে তারা দু’জন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান ।
ওসি ঠাকুর দাস মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তাদের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।