নেত্রকোণায় নিখোঁজ নারীর লাশ মিললো খালে

দিনমজুর সুশীলা হাজং কাজের খোঁজে বেরিয়ে নিখোঁজ হন

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2022, 07:13 AM
Updated : 23 July 2022, 07:13 AM

নেত্রকোণার দুর্গাপুরে নিখোঁজের একদিন পর একটি খাল থেকে এক হাজং নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ছনগড়া খাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে বলে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান।

মৃত সুশীলা হাজং উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বগাউড়া গ্রামের দেবেন্দ্র বেতেন্দ্র হাজংয়ের স্ত্রী। ৫৫ বছর বয়সী সুশীলা দিনমজুরের কাজ করতেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “সুশীলা শুক্রবার সকাল ৮টার দিকে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো হদিস মেলেনি।

“সকালে স্থানীয়রা ছনগড়া খালে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সুশীলার বাড়ির লোকজন গিয়ে তার লাশ চিহ্নিত করে থানায় খবর দেয়।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।