নাশকতার মামলায় সিরাজগঞ্জে বিএনপির ছয় নেতা গ্রেপ্তার

২ নভেম্বর রাতে রায়গঞ্জ উপজেলার তবারীপাড়া এলাকায় ট্রাকে আগুন দেওয়া হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2023, 05:53 PM
Updated : 21 Nov 2023, 05:53 PM

সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে নাশকতার অভিযোগে রায়গঞ্জ উপজেলা বিএনপির ছয় নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

মঙ্গলবার রাতে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বিকালে জেলার কাজীপুর উপজেলার মহিষাপুরা বাজার এবং বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়নুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশিদুল হাসান বাবু, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা ও উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি ইমতিয়াজ আহমেদ খোকন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ নভেম্বর রাতে মহাসড়কের রায়গঞ্জ উপজেলার তবারীপাড়া এলাকায় অবরোধের সমর্থনে দেশীয় অস্ত্র হাতে মিছিল, পিকেটিং করা হয়। বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর ইট, পাটকেল নিক্ষেপ এবং একটি গম বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করেন।

গ্রেপ্তাররা ওই ঘটনায় রায়গঞ্জ থানায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তার এড়াতে তারা সিরাজগঞ্জ জেলার সীমান্তবর্তী ওই সব এলাকায় অবস্থান নিয়েছিলেন। গ্রেপ্তারের পর রাতেই তাদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।