‘চুরি’ করতে গিয়ে ধরা, জনতার পিটুনিতে নিহত মামলার আসামি

সায়েমের বিরুদ্ধে থানায় চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা আছে বলে জানায় পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2022, 11:06 AM
Updated : 15 Sept 2022, 11:06 AM

মৌলভীবাজার সদর উপজেলায় জনতার পিটুনিতে এক যুবক নিহত হয়েছে; যার বিরুদ্ধে থানায় চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার পূর্ব কদুপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে মৌলভীবাজার মডেল থানার ওসি মো. ইয়াছুনুল হক জানান।

মৃত সায়েম মিয়া (৩৫) সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামের রিয়াজ মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পূর্ব কদুপুর গ্রামের একটি বাড়িতে চুরি করতে গেলে লোকজন সায়েমকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা দুই-তিনজন পালিয়ে যান। পরে গিয়াসনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যাওয়ার পথে এলাকাবাসীর পিটুনিতে সায়েম গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. মশিউর রহমান বলেন, “সায়েমের বিরুদ্ধে থানায় চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা আছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।”

ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।