Published : 22 Jan 2023, 10:06 AM
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার মাঝগ্রাম হাদিসপুর গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান।
নিহত সোনিয়া খাতুন (২২) মাদারীপুর সদর উপজেলার থানতুলি গ্রামের জব্বার ফকিরের মেয়ে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি আবু সিদ্দিক বলেন, সোনিয়ার সঙ্গে লিটনের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পাঁচ বছর আগে তারা বিয়ে করেন এবং তাদের সংসারে দুটি সন্তানও রয়েছে। কয়েক বছর আগে লিটন মাদকাসক্ত হয়ে পড়েন। তারপর থেকেই পরিবারে কলহ শুরু হয়।
কিছুদিন ধরে তাদের পারিবারিক বিরোধ বেড়ে গিয়েছিল। এর জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে সোনিয়াকে হাত-পা বেঁধে মারধর করেন লিটন। মার খেতে খেতে সোনিয়া মারা গেলে লাশ ফেলে পালিয়ে যান লিটন।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে সোনিয়ার লাশ উদ্ধার করে বলে জানান আবু সিদ্দিক।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় নিহত সোনিয়ার বোন নার্গিস আক্তার বাদী হয়ে মামলা করেন। এরপর বনপাড়া এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করেন তারা।