শ্রমিকের মৃত্যুর ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এক ঘণ্টা পর বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন৷
Published : 10 Aug 2023, 04:04 PM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লরিচাপায় সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আদমজী ইপিজেডের শ্রমিকরা৷
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এক ঘণ্টা ইপিজেডের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা।
এ সময় সড়কে যানজট দেখা দেয়৷ পরে সিদ্ধিরগঞ্জ থানা ও শিল্প পুলিশ শ্রমিকের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন৷
বিক্ষোভরত শ্রমিকরা বলেন, ইপিজেড সামনের সড়কটি দিয়ে প্রতিনিয়ত বেপরোয়াভাবে ভারী যানবাহন চলাচল করে৷ এতে প্রায় সময় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে৷ বুধবারও তাদের একজন সহকর্মী কর্মস্থলে যাবার সময় ট্যাংকলরির চাপায় মারা গেছেন৷ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা৷
একইসাথে সড়কটিতে যানবাহন চলাচলে শৃঙ্খলা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা৷
পুলিশ জানায়, বুধবার সকাল ৮টার দিকে ইপিজেডের সামনে সড়কে তেলবাহী একটি ট্যাংকলরির চাপায় নিহত হন পারভীন আক্তার৷ ৩০ বছর বয়সী ওই শ্রমিক ইপিজেডের উর্মি কোম্পানির ইউএইচএম লিমিটেড পোশাক কারখানায় কাজ করতেন৷
পারভীন আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর গ্রামের শামসুল হকের মেয়ে। তিনি ইপিজেড এলাকায় ভাড়া বাসায় থাকতেন৷
নিহতের খালাতো ভাই মো. ইমরান হোসেন বলেন, ট্যাংকলরির চাপায় গুরুতর আহত পারভীনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক৷ তার মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন জানিয়ে ওসি গোলাম মোস্তফা বলেন, নিহতের লাশ দাফনের জন্য স্বজনরা গ্রামের বাড়িতে আছেন৷ তারা ফিরে এসে মামলা করবেন৷
এ ঘটনায় ট্যাংকলরিটি জব্দ করেছে পুলিশ৷ তবে চালক পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানান ওসি।