আগুনে এই ক্যাম্পের চারটি ব্লকের প্রায় সব ঘর পুড়ে গেছে।
Published : 07 Jan 2024, 06:51 AM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের চারটি ব্লক।
শনিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই আগুন লাগে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকে আকস্মিক আগুন লাগে। আগুন মুহূর্তে আশপাশের ব্লকগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে ভোর রাতের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে ক্যাম্পটির চারটি ব্লকের অন্তত সহস্রাধিক ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাত এবং এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তাও এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি বলে জানান ওসি।
বিস্তারিত আসছে..