এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শায়েস্তাগঞ্জ রেলওয়ের উপবিভাগীয় প্রকৌশলী বলেন, “প্রাথমিকভাবে অভিযুক্তকে বহিষ্কার করা হয়েছে।“
Published : 12 Aug 2023, 07:12 PM
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন এক সাংবাদিক।
শনিবার সকাল ৯টার দিকে কালনী এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের অপারেটর মোক্তার হোসেনসহ কয়েকজন তাকে ধরে নিয়ে মারধর করেন বলে অভিযোগ দৈনিক মানবজমিন পত্রিকার শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহ মোস্তাফা কামালের।
আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মোস্তফা কামাল বলেন, “সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে পৌঁছলে অবৈধভাবে যাত্রী তুলছিলেন মোক্তার হোসেনসহ রেলের কয়েকজন কর্মচারী। এ সময় অবৈধভাবে যাত্রী তোলার কারণ জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে আমার ওপর চড়াও হন। এক পর্যায়ে ট্রেনে তুলে বেধড়ক মারধর করে।”
হাসপাতাল থেকে ফিরে থানায় অভিযোগ দেবেন বলে জানান মোস্তাফা কামাল।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শায়েস্তাগঞ্জ রেলওয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাইফুল্লাহ বলেন, “প্রাথমিকভাবে অভিযুক্ত মোক্তার হোসেনকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”