একটি মাছ ধরার একটি ট্রলারে বেশ কিছু খাদ্য সামগ্রী ও জ্বালানি তেল মজুদের খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়।
Published : 03 Mar 2024, 07:40 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে পৃথক অভিযান চালিয়ে খাদ্য সামগ্রী ও জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে; যেগুলো মিয়ানমারে পাচার হচ্ছিল বলে কোস্টগার্ড জানিয়েছে।
কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল এস এম তাহসিন রহমান জানান, শনিবার গভীর রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এবং রোববার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী সংলগ্ন নাফ নদীতে এ অভিযান চালানো হয়।
এ সময় ছয় পাচারকারিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকার বাসিন্দা মো. তৈয়ব (৪৩), মো. সলিম (২৬), মো. জসিম উদ্দিন (১৮), মো. মজিবুল্লাহ (১৮), মো. রিদওয়ান (২২) ও টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকার বাসিন্দা মো. শফিউল্লাহ (৪৮)।
তাহসিন বলেন, “টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন সৈকতের ঝাউবন এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী ও জ্বালানি তেল মিয়ানমারে পাচারের জন্য মজুদ করার খবরে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালায়।
“এ সময় নাফ নদীতে অবস্থান করা সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার নির্দেশ দিলে পাচারকারিরা দ্রুত চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ধাওয়া দিয়ে নাফ নদীর মোহনায় ট্রলারটিকে জব্দ করা হয়।“
পরে ট্রলারে তল্লাশি করে ২১ বস্তা রসুন, ১৭ বস্তা চিনি, ৩ বস্তা বিস্কুট ও ৩৭ লিটার ডিজেল জব্দ এবং ট্রলারে থাকা পাঁচজনকে জনকে আটক করা হয় বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী সংলগ্ন এলাকার নাফ নদীতে অভিযানের বর্ণনায় তিনি বলেন, “মাছ ধরার একটি ট্রলারে বেশ কিছু পরিমাণ খাদ্য সামগ্রী ও জ্বালানি তেল মজুদের খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়।
“এক পর্যায়ে কোস্টগার্ড সদস্যরা সন্দেহজনক ট্রলারটি ঘিরে ফেললে এক পাচারকারি নদীতে লাফ দিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।”
পরে ট্রলার থেকে ৪ বস্তা তাল, ৪ বস্তা চিনি, ৭ বস্তা ময়দা, ১২০ লিটার অকটেন, ৩৫ প্যাকেট বিস্কুট, ১০ প্যাকেট চকলেট, ৪ প্যাকেট চানাচুর, ৩ প্যাকেট সুজি, ১০ প্যাকেট হুইল সাবান, ১ প্যাকেট নুডুলস, ২ প্যাকেট আটা, ১ কেজি মরিচের গুঁড়া, ৪ কেজি ডাল, ৫ লিটার পাম অয়েল, ২টি স্টার শিপ দুধ ও অন্য কিছু সামগ্রী আটক করা হয় বলে কোস্টগার্ডের এ কর্মকর্তা জানান।
তাহসিন বলেন, এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা হয়েছে।