রাজারহাট কৃষি আবহাওয়া অফিস বলছে, কুড়িগ্রামে রাতে তাপমাত্রা আরও কমতে থাকবে।
Published : 03 Jan 2024, 09:21 AM
শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে উত্তরের জেলা কুড়িগ্রামে। গত ২৪ ঘণ্টায় থার্মোমিটারের পারদ নেমে যাওয়ার পাশাপাশি ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বেশিরভাগ এলাকা।
রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানিয়েছেন, এ জেলায় বুধবার সকাল ৭টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
“এখন রাতের তাপমাত্রা আরও কমতে থাকবে। শৈত্যপ্রবাহ কবে নাগাদ হতে পারে, তা দুপুরের মধ্যে জানা যাবে।“
নতুন বছরের শুরুর দিন থেকে তীব্র শীতে দুর্ভোগের মুখে পড়েছে এই জেলার মানুষ। হিমেল হাওয়া বাড়িয়ে তুলেছে শীত। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের এই জনপদ। ঘন কুয়াশায় দিনের বেলাও সড়কে যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে।
ঠাণ্ডা বাতাস আর বৃষ্টির মত ঝরে পড়া কুয়াশার কারণে কাজের সন্ধানে ঘর থেকে বের হওয়া মানুষ পড়ছে ভোগান্তিতে। শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। তীব্র ঠান্ডায় সবজি ক্ষেত ও বীজতলা নষ্ট হওয়ার শঙ্কায় চাষিরা পড়েছেন দুশ্চিন্তায়।
জহুরুল ইসলাম নামের এক কৃষক বলেন, “শীতকালে আমাদের মত মানুষের খুব কষ্ট। কারণ মানুষ ঘুম থেকে না উঠতেই আমাদের মাঠে যেতে হয়। ঠান্ডায় মাঠে কাজ করা সেই সমস্যা। কি আর করা, কাজ না করলে তো আর জীবন চলবে না।“
সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শ্রমিক আব্দুল লতিফ বলেন, “দুইদিন থেকে খুব ঠান্ডা। সকালে সাইকেল চালালে মনে হয় ঠান্ডায় হাত পা বরফ হয়ে যায়।“