ট্রাকটি রেললাইনের পাশে পার্কিং করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে লাইনের ওপর উঠে যায় বলে ধারণা রেল পুলিশের।
Published : 14 Jan 2024, 03:05 PM
সিলেটে ট্রেনের ধাক্কায় রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় ঢাকাগামী ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে সিলেট রেলওয়ে থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারি জানান।
পাটোয়ারি বলেন, “সিলেট রেলস্টেশন থেকে সোয়া ৬টায় ‘কালনী এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে শিববাড়ি এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ট্রেনটি ধাক্কা দেয়।
“এ সময় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং রেললাইনের বাইরে ছিটকে পড়ে। এ সময় ট্রাকের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন চলাচলেও কোন বিঘ্ন ঘটেনি।”
পরে রেলওয়ে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে রেললাইনের পাশ থেকে ট্রাকটি উদ্ধার করে বলে জানান তিনি।
রেল পুলিশের এ কর্মকর্তা বলেন, “চালক ট্রাকটি রেললাইনের পাশে পার্কিং করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রেললাইনের ওপরে উঠে গিয়েছিল, পরে আর নামাতে পারেনি বলে আপাতত ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।”