Published : 03 May 2024, 11:16 AM
আশির দশকের শুরুতে ভারতীয় নির্মাতা মৃণাল সেন বানিয়েছিলেন ‘চালচিত্র’। তিনি সিনেমায় সংবেদনশীল এক তরুণ চরিত্রের জন্য নির্বাচন করেন অঞ্জন দত্তকে। তখন অঞ্জন দত্তের বয়স ২৬, আর মৃণালের ৫৫। বয়সের পার্থক্য থাকলেও কথাবার্তা, আড্ডা, বাগবিতণ্ডা, তর্ক-বিতর্কে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে দুজনের মধ্যে। স্মৃতিতে থাকা সেসব ঘটনা নিয়ে অঞ্জন তার চলচ্চিত্রের গুরু মৃণালকে নিয়ে বানিয়েছেন ‘চালচিত্র এখন’ সিনেমাটি। টিজারের পর এবার প্রায় আড়াই মিনিট দৈর্ঘ্যের ট্রেইলার এসেছে ‘চালচিত্র এখন’র। আরও অভিনয় করেছেন শাওন চক্রবর্তী, সুপ্রভাত দাস, বিদীপ্তা চক্রবর্তী। মৃণালের জন্মশতবর্ষ উপলক্ষে তাকে নিয়ে অঞ্জনের বানানো এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ১০ মে প্রেক্ষাগৃহ ও ওটিটিতে একসঙ্গে।