নিহতের বাম হাতের কনুইয়ের উপর অংশ বিচ্ছিন্ন করা হয়েছে; এ ছাড়া ডান হাতে ও দুই হাঁটুতে কোপের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
Published : 12 Oct 2023, 12:59 AM
ফরিদপুর শহরে এক যুবককে কুপিয়ে হত্যার পর তার বাম হাত বিচ্ছিন্ন করে নিয়েছে খুনিরা।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার অম্বিকাপুরে একটি মেহগনি বাগান থেকে ওই যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ফরিদপুর কোতয়ালি থানার এসআই বেলাল হোসেন।
নিহত আসাদুজ্জামান নূর ওরফে তুরাগ (২৮) শহরের মধ্য আলীপুর মহল্লার কানাই মাতুব্বরের মোড় এলাকার আলাউদ্দিন হাওলাদারের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গোবিন্দপুর এলাকার এক বাসিন্দা মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের বাম হাতের কনুইয়ের উপর অংশ বিচ্ছিন্ন করা হয়েছে; ডান হাতে ও দুই হাঁটুতে কোপের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এসআই বেলাল হোসেন।