এ ঘটনায় সংসদ সদস্য ছানোয়ার হোসেনের ছয় সমর্থকসহ অজ্ঞাত পরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে।
Published : 25 Dec 2023, 08:19 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনের নৌকার প্রার্থী মামুনুর অর রশিদ মামুনের মিছিলে গুলি চালানোর ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতের ঘটনায় আহত যুবলীগ নেতা রোকনের বাবা ফজলুল রহমান বাদী হয়ে সোমবার বিকালে মামলাটি করেন বলে জানিয়েছেন টাঙ্গাইল সদর থানার ওসি মো. লোকমান হোসেন।
মামলায় স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেনের ছয় সমর্থকের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সব আসামির নাম-পরিচয় জানা যায়নি।
গ্রেপ্তাররা হলেন- আব্দুর রাজ্জাক ও আকাল মিয়া ওরফে আকালু।
রোববার রাতের ঘটনায় আহতরা হলেন- বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী এমদাদুল হক ও সিয়াম। তাদের উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নৌকার প্রার্থী মামুনুর অর রশিদ বলেন, “রাতে বাঘিল এলাকায় নৌকার পক্ষে তার সমর্থকরা মিছিল বের করেন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালায়। এতে যুবলীগের নেতাসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।”
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানান আওয়ামী লীগের এ নেতা।
সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার বলেন, “আমার কোনো নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তারা নিজেরাই নাটক সাজিয়ে নির্বাচনে যাতে ভোটাররা মাঠে না আসে সে পাঁয়তারা করছেন।
“প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেব। আমার নেতাকর্মীরা কখনোই এ ধরনের হামলা করবে না। তবে কয়েকদিন আগে আমার নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দেওয়া আছে।”
ওসি লোকমান বলেন, স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকালে আহত রোকনের বাবা ফজলুল রহমান বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তারদের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেন এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
এখানে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য মামুনুর অর রশিদ মামুন।