১৭ বস্তা চিনি ও পিকআপভ্যানটি জব্দ করে গোয়েন্দা পুলিশ কার্যালয় নেওয়া হয়েছে।
Published : 16 Jan 2024, 09:09 PM
ফেনী শহরে একটি পিকআপভ্যান থেকে ৮৫০ কেজি ভারতীয় চিনি উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আবু বক্কর সড়কের এম জি এন্টারপ্রাইজের গোডাউনের সামনে থেকে চিনিসহ পিকআপভ্যানটি জব্দ করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি সদীপ কুমার দাস।
ওসি বলেন, “একটি চক্র সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় চিনি আনছে গোপন খবরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় পিকআপভ্যানের চালক টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ১৭ বস্তায় থাকা ৮৫০ কেজি চিনিসহ পিকআপভ্যানটি জব্দ করে।”
পরে চিনির বস্তা ও পিকআপভ্যানটি গোয়েন্দা পুলিশ কার্যালয় নেওয়া হয় বলে জানান সদীপ।
তিনি বলেন, পিকআপভ্যানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্টিকার লাগানো রয়েছে। এ ঘটনায় গাড়ির চালক নুরউদ্দিনের নামের মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
এর আগে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ফুলগাজী উপজেলায় ১৬৮ বস্তা ভারতীয় চিনিসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তারের খবর ফুলগাজী থানার ওসি মো. নিজাম উদ্দিন জানিয়েছিলেন।