জব্দ করা আট হাজার ২৩৯ কেজি চিনির আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা বলে জানান ওসি।
Published : 31 Dec 2023, 07:30 PM
ফেনীর ফুলগাজী উপজেলা থেকে ১৬৮ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাকে চোরাকারবারি বলছে পুলিশ।
রোববার সকালে উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফুলগাজী থানার ওসি মো. নিজাম উদ্দিন।
গ্রেপ্তার আবদুল হান্নান রানা মামুন (৩৯) ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের খোরশেদ আলমের ছেলে।
ওসি নিজাম উদ্দিন বলেন, গোপন খবর পেয়ে ওই এলাকার সুমনের নির্মাণাধীন ভবনে অভিযান চালায় পুলিশ। সেখানে একদল চোরাকারবারি ভারতীয় বস্তা থেকে চিনি বের করে দেশি বস্তায় ভরছিলেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে গেলেও মামুনকে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে ১৬৮ বস্তা ভারতীয় চিনি, বস্তা সেলাই করা মেশিন ও ওজন মাপার একটি যন্ত্র জব্দ করা হয়।
জব্দ করা ১৬৮ বস্তায় আট হাজার ২৩৯ কেজি চিনি ছিল; যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা বলে জানান ওসি।
ওসি নিজাম উদ্দিন আরও বলেন, বিভিন্ন সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা এসব চিনি ভবনটিতে মজুদ করা হয়েছিল।
আটক মামুনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।