আটকদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সিলেটে একটি যাত্রীবাহী বাস থেকে শতাধিক শটগানের গুলি উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালকসহ সাত জনকে আটক করা হয়েছে।
নগর পুলিশের শাহপরাণ (র.) থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, বুধবার দুপুরে বটেশ্বর এলাকায় এই অভিযান চালানো হয়।
তিনি জানান, জাফলং থেকে ছেড়ে আসা ‘আফান পরিবহন’ নামের বাসটিতে তল্লাশি চালিয়ে মালামাল রাখার বাক্স থেকে ১০৫ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে।
পরে যাত্রীসহ বাসটি থানায় নিয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে তিনি জানান।
ওসি সৈয়দ আনিসুর রহমান আরও জানান, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও সহকারীসহ সাত জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।