গাজীপুরে ২৬ জন হিজড়া ভোটার

৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা এবং ভাওয়াল রাজবাড়ি চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2023, 07:28 PM
Updated : 2 March 2023, 07:28 PM

সর্বশেষ তথ্যানুযায়ী গাজীপুরে মোট ভোটার ২৬ লাখ ২৭ হাজার ৬২১, যাদের মধ্যে ২৬ জন হিজড়া রয়েছেন।

জাতীয় ভোটার দিবসে বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, মোট ভোটারের মধ্যে ১৩ লাখ ১৬ হাজার ৫১৯ জন পুরুষ এবং ১৩ লাখ ১১ হাজার ৬৬ জন নারী ভোটার রয়েছেন। এছাড়া ২৬ জন রয়েছেন হিজড়া ভোটার।

তিনি জানান, গাজীপুরে আগে ভোটার সংখ্যা ছিল ২৪ লাখ ৪৫ হাজার ৩৪২। ২০২২ সালে নতুন ভোটার হয়েছেন ১ লাখ ৮২ হাজার ২৩৯ জন। আগে হিজড়া ভোটার সংখ্যা ছিল ১০ জন; হাল নাগাদ হয়েছেন ১৬ জন।

৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলা নির্বাচন অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং ভাওয়াল রাজবাড়ি চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুল করিম, অধ্যাপক এমএ বারী, মুকুল কুমার মল্লিক বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন প্রধান অতিথি।